শিখ পুলিশ ইন্সপেক্টর সারতাজ সিং জড়িয়ে পড়ে মুম্বাই শহরকে বাঁচানোর এক ভয়ংকর মিশনে। একমাত্র সূত্র আত্মহত্যার করার আগে কিংবদন্তিতূল্য ক্রাইম লর্ড গনেশ গাইতোন্ডের বলে যাওয়া এক ভয়ংকর সময়ের গল্প ও সাথে ইঙ্গিত দিয়ে যাওয়া এক অদ্ভুত গোলকধাঁধার। একদিকে ঘটতে থাকে একজন সামান্য পুলিশ ইন্সপেক্টরের সব বিপদকে তুচ্ছ করে তার শহরকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা, অন্যদিকে একটি গল্প আমাদের নিয়ে যায় কীভাবে গাইতোন্ডে এক অন্ধকার জগতের মানুষ হয়ে ওঠে। ১৯৪৭ এর রক্তাক্ত দাঙ্গা ও দেশভাগ থেকে শুরু করে এ কাহিনি বিস্তৃত হয়েছে আধুনিক নিউক্লিয়ার অপরাধের জগত পর্যন্ত।
পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত ন্যায়পরায়ণ ইন্সপেক্টর সারতাজ সিং এর সাথে ভারতের সবচেয়ে দূর্ধর্ষ গ্যাংস্টার গনেশ গাইতোন্ডের এই অদ্ভুত ইঁদুর-বিড়াল খেলার গল্পে উন্মোচিত হয় বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা ও এক ভয়ংকর নৃশংসতার আবছায়ায় থাকা সেই জ্বলজ্বলে আধুনিক শহরের গল্প—যার অন্ধকার অংশটা অনেকটাই আমাদের অচেনা।